Description
মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার মাহাত্ম্য প্রায় অবর্ণনীয়। মার্কণ্ডেয় চণ্ডী, দেবী ভাগবত এবং বিভিন্ন পুরাণে এ বিষয়ে যত কাহিনি বর্ণিত আছে তা যেমন কৌতূহলোদ্দীপক তেমনি রোমাঞ্চকর। দেবীর মহিষাসুরমর্দিনী রূপটি নিয়ে ‘নবকল্লোল’ পত্রিকার শারদীয় সংখ্যায় বিভিন্ন সময় বিভিন্ন লেখকের লেখা প্রকাশিত হয়েছিল। এঁদের মধ্যে অধ্যাত্ম জগতের দিকপাল মানুষ যেমন আছেন, তেমনি আছেন গবেষক ও সাহিত্যিক। তারা দেবী দুর্গার আধ্যাত্মিক, সামাজিক, ঐতিহাসিক বিভিন্ন দিক নিয়েই বেশ কিছু উল্লেখযোগ্য রচনা প্রকাশ করেছিলেন। এইসব রচনা বাঙালি পাঠকের কাছে স্বাভাবিকভাবেই অত্যন্ত আকর্ষণীয়, কারণ দেবী দুর্গা শুধু জগন্মাতৃকা হিসাবে অধ্যাত্ম-মহিমাতেই বাঙালির কাছে দেখা দেননি, তিনি আগমনী বিজয়ায় ঘরের মেয়ে হিসাবেও আমাদের কাছে বন্দিতা হয়েছেন। মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার মর্ত্যে আগমনকে আমরা আমাদের বিবাহিতা মেয়ের ঘরে আসার সমার্থক করে দেখি। তাই দেবী দুর্গার আবেদন আপামর সাধারণ মানুষের কাছে চিরকাল আছে এবং থাকবে।
দেবী দুর্গাকে নিয়ে যে প্রচুর লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তা সব একটি গ্রন্থভুক্ত করা অসম্ভব, তার কোনো প্রয়োজনও ছিল না। অত্যন্ত চিন্তাভাবনা করে বেছে নেওয়া হয়েছে তার সেইসব দিক যাতে একদিকে দেবীর সর্বাত্মক মহিমা প্রকাশিত হয়, অন্যদিকে গ্রন্থটি সর্বতোভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। একদিকে যেমন শক্তিপূজার উৎস আদ্যাশক্তির প্রকৃতি নিয়ে গবেষণামূলক লেখা আছে, অন্যদিকে আছে দুর্গার রূপ ও রূপান্তর, দেবী কেমন করে দুর্গা হলেন, বঙ্গে দুর্গোৎসবের সূচনা হল কেমন করে, প্রাচীন দুর্গোৎসবের চেহারা কেমন ছিল, দেবী দুর্গার পরিবার কেমন করে তৈরি হল ইত্যাকার বিচিত্র সব তথ্যপূর্ণ রচনা। ফলে কেবল দুর্গাতত্ত্বে আগ্রহী মানুষ নন, ভক্তপ্ৰাণ বাঙালিমাত্রেরই এই বই অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। ইতিপূর্বে প্রকাশিত ‘বহুরূপে সম্মুখে তোমার’ গ্রন্থের মতোই এটি হয়ে উঠবে বাঙালির ঘরে ঘরে আদৃত হবার মতো বই।
Reviews
There are no reviews yet.