Description
পুরনো যাত্রাপালার ঢঙে বেশ কয়েকটি পুঁথি লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ‘মারুতির পুঁথি’ তেমনই এক যাত্রাপালা তবে এ একেবারে খেয়ালখুশির যাত্রাপালা৷ যদিও এর মুখ্য অবলম্বন রামায়ণ, তবে এ পুথি রামায়ণের নয়, একেবারে আমাদের ঘরের কথার পুথি৷ বীর হনুমান এখানে কাজ-পালানো, অলস, চলেছেন কিষ্কিন্ধ্যায়, মতং মুনির কাছে বিদ্যাশিক্ষা করতে৷ এই পুথিতে বৈঠকি চালে হাসির ধারা লেখক আর এর পাতায় পাতায় অবনীন্দ্রনাথ নতুন করে আবিষ্কৃত হয়েছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের রেখা আর রং৷