Description
প্রাবন্ধিকের অকালপ্রয়াণই এই গ্রন্থ প্রকাশের এক বড়ো অন্তরায়। ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যয়ন ও শিক্ষকতার ফাঁকে চলেছে তাঁর সূক্ষ্ণ মননের প্রগাঢ় চিন্তাভাবনা। সাহিত্য, দর্শন, মিথ, পুরাণ বিষয়ে অনায়াস চলাচলই তাঁর বিভিন্ন ধারার লেখনীকে সমৃদ্ধ করেছে। মহাকালের অমোঘ আহ্বান। তাঁকে নীরবে নিভৃতে এই রচনায় মনোযোগী করায় আমরা পেয়েছি বর্তমান সময়ের রাজনীতি, সমাজনীতি, সাহিত্য ও মনস্তাত্ত্বিক নানা বিষয়ের ওপর তাঁর অগাধ মেধার সৃজনশীলতা। জাত-ধর্ম-সম্প্রদায়ের উর্ধ্বে উঠে তাঁর লেখায় ফুটে উঠেছে চলমান জীবনের অনেক বলা না-বলা কথার অন্তর্মুখী উদগিরণ। যা আমার-আপনার সকলের সু-বুদ্ধিসূচিত অন্তর-কথন।