Description
১৯৫০ থেকে ২০০০ বাংলা কবিতার বিষয় ও শৈলীর নানা পরিবর্তনের সাক্ষ্য দেয়। পুরুষ ও নারীবীক্ষায় এ সময়টি রাষ্ট্রীয় ও আর্থসামাজিক বদলকে কীভাবে কবিতার জটিল অন্তর্বয়নে বিনির্মাণের নানা স্তর পেরিয়েছে, এই বইটি তাকেই বিশ্লেষণ করেছে। পিতৃতন্ত্রের বিন্যাসে পুরুষ বা নারী যখন লেখেন, তাদের মনে স্বতন্ত্র অভিনিবেশ তৈরি হয়। কারণ কবির মনীষায় আত্মবোধের মধ্যে লিঙ্গাত্মকচিহ্ন সুপ্ত থাকবেই। তাই আমরা এখানে দুই স্তরে নারী ও পুরুষের কলমে পিতৃতন্ত্রের অধীনস্থ ও তাঁর স্বাধীন দৃষ্টিকোণ-এর সাহায্যে এ সময়ের কবিতাকে বুঝতে চেয়েছি। আলোচনার মধ্যে দেশ ও কালের প্রভাব, দশকের নিজস্ব পরিধি ও বিশেষত্বের পাশে কবিতার ভাষা, চিহ্ন বা শব্দ-সংকেত, স্তবকবিন্যাসকে অনুশীলন করেছি। আমাদের আলোচনাতে প্রতি দশকে বিষয়ের ভিন্ন শীর্ষের নিরীক্ষায় কবিতার পর্যালোচনা হয়েছে। কিন্তু পূর্ববঙ্গের কবিতার প্রসঙ্গ আসেনি, কারণ তা পৃথক আলোচনার প্রকল্প হয়ে ওঠার দাবি রাখে।