Description
হরিশচন্দ্র পাল তৎকালীন দেশীয় রাজা এবং ১৯৫০ পরবর্তী কোচবিহার জেলার কৃতি সন্তান স্বর্গীয় হরিশচন্দ্র পাল ছিলেন। উত্তরবাদের লোক সংস্কৃতির একনিষ্ঠ সাধক। অবিভও উত্তরবঙ্গের ভাওয়াইয়া চটকা এবং ভাওয়াইয়া চটকা ভিত্তিক পূজা পার্বণের গান, যথা কাটি, ফাইটোল, সুবন্ধনি, সোনারায়, গোয়ায়, যুগির গান এবং পালাগান, যথা বিষহরি, দোতরা, কুশান, জাগাগান, চোরচরি, খন পাঁচালি, মান পাঁচালি ইত্যাদির প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। তাই অপরিসীম নিষ্ঠার তিনি সেসব সংগ্রহের জন্য প্রকৃত পরিশ্রম করেছেন। কোচবিহার, জলপাইগুড়ি, তৎকালীন গোয়ালপাড়া (আসাম) জেলার বিভিন্ন গ্রামে ঘুরে ভাওয়াইয়া চটকা গানের সুষ্ঠ গায়াতের সন্ধান করেছেন এবং নানা বিষয়ের উপর জনপ্রিয় গানের সন্ধান করে তা সংগ্রহ করেছেন। তাঁর যৌবন কেটেছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমায়। দিনহাটার অতি জনপ্রিয় পাইওনীয়ার ক্লাবের সঙ্গে যুক্ত থেকে উত্তরবঙ্গের সংস্কৃতিকে বদ্ধ করেছেন। তাঁর প্রযোজনা ও নির্দেশনায় বহু নাটক অভিনীত হয়েছে, যেখানে তিনি নিজেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। সংগ্রহ করেছেন উত্তরবঙ্গ তথা রাজবংশী সংস্কৃতির বহু লোক কথা, এত কথা এবং পূজা পার্বণের গান। সুকণ্ঠ গায়কদেরকে কলকাতা নিয়ে গিয়ে এইচ.এম.ভি, কলম্বিয়া, ইনরেক্সে প্রভৃতি রেকর্ড কোম্পানী কে দিয়ে ভাওয়াইয়া চটকা গান রেকর্ড করিয়েছেন। পরবর্তীতে এই গানগুলির দীর্ঘকালীন সংরক্ষণের জন্য সেগুলির মালিপি করিয়ে পুস্তকাকারে স্থাপিয়েছেন। লোক সংগীতের প্রতি ছিল তাঁর এমনতরো নিষ্ঠা।
Reviews
There are no reviews yet.