Description
সাত দশক আগে ভারতের স্বাধীনতা পাঞ্জাব ও বাংলার মানুষকে উপহার দিয়েছিল দেশভাগ আর তার সাথে জুড়ে থাকা আতঙ্ক। হঠাৎ করে সম্পূর্ণ পরিচয়হীন হয়ে যাওয়া মানুষকে, অজ্ঞাতপরিচয় হয়ে যাওয়ার অপমান, যন্ত্রণাকে ঠেলে ফেলে লড়তে হয়েছিল নতুন পরিচিতি গড়ে তোলার লড়াই। সেই বিরাট লড়াইয়ের সামান্য একটি অংশ এই বইটি। আজ সাত দশক আগের এই আখ্যানকে নতুন করে বলতে হচ্ছে। এর একটি কারন যেমন ইতিহাসকে ফিরে দেখা, অন্য কারনটি অবশ্যই অনুপ্রবেশ নিয়ে আজকের রাজনীতির কুৎসিত আস্ফালন, যার মূর্ত রূপ – এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলার মানুষ একবার যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, রাষ্ট্রের অঙ্গুলীহেলনে সেই একই যন্ত্রণার সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার। সেই যন্ত্রণার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্যই এই আখ্যানের পুনঃপাঠ প্রয়োজন।