Description
মানবচরিত্র এক বর্ণালীর সমন্বয়। কাল বিশেষে সেইসব বর্ণের উপর দুটি বিশেষণ আরোপিত হয়, ভালো ও মন্দ। বর্ণগুলি কোনো জলবিভাজিকায় বিভক্ত নয়। প্রায়শঃই তারা একে অন্যের সঙ্গে মিশে নতুন বর্ণের জন্ম দেয়। কালান্তরে এক একটি বর্ণের সাথে যুক্ত থাকা বিশেষণ দুটি স্থান বদল অক্রে মাত্র, কিন্তু আশ্চর্যভাবে ভালো ও মন্দ থেকেই যায়, তাদের ভালোত্ব ও মন্দত্বে মিশেই থেকে যায়, তৃতীয় বিশেষণ জন্ম নেয়না। তাই হয়তো কোনোকালেই মানুষ ব্যক্তি ও সামূহিকভাবে পুরোপুরি ভালো বা মন্দ হয়ে উঠবেনা। ফলে ভালো থাকার স্বপ্নটি, সকলে মিলে ভালো থাকার স্বপ্নটি অসম্পূর্ণই থেকে যাবে হয়তো। এই অসম্পূর্ণতার হাত ধরে এক আশ্চর্য আকাঙ্খার। এইসব ছোটোবড়ো আখ্যানসকল গেঁথে গেঁথে একটি মহোপাখ্যান গড়ে তোলার আকাঙ্খা। জানি, পণ্ডিতরা নিদান হেঁকেছেন মহোপাখ্যানের দিন ফুরিয়েছে, কিন্তু শেষ বিচার কে কবে করেছে?