Description
রুণু গুহনিয়োগি সাদা না কালো, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার ব্যাপারই নেই। রুনুর নিজেরও তেমন ছিলনা। নইলে একখানা বই লিখে তার নাম কেউ “সাদা আমি কালো আমি” দেয়না। এসব প্রলাপ অবশ্য ২৫ বছরেরও বেশি আগের। যখন রুনুর বইখানা প্রকাশিত হয়। তার পাতায় পাতায় রুনুর বীরত্ববর্ণনা, পাড়ার ছেনোমস্তানের আত্মজীবনীর কিংসাইজ ভারসান যেন। কিন্তু বছর ২৫ পরে দেখা যাচ্ছে, অত সহজে বিষয়টা ছেড়ে দেওয়া ঠিক হয়নি। এখন আরেকটি আধা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ঘাড়ের উপর নাচছে। “রুনু সাদা না রুনু কালো?” এই আধারেটরিকাল প্রশ্নের খুল্লামখুল্লা জবাব দিচ্ছেন মহাশ্বেতা দেবী, অশোক দাশগুপ্ত, তুষার তালুকদার, সুজাত ভদ্ররা। বইটা আজকের নয়। রুনুর বইয়ের প্রায় সমবয়সী।বিসংবাদ ২৫ বছর আগেই প্রকাশ করেছিল বইটা। তখন সে বই নিঃশেষিত হয়েছিল। ২৫ বছর পরে কানমলার আবার প্রয়োজন হয়েছে। তাই পুনঃপ্রকাশ হল গুরুচণ্ডা৯ এবং বিসংবাদের যৌথ উদ্যোগে।