Description
এই একবিংশ শতকে দঁড়িয়ে বাঙালি বলি যাকে, কীভাবে তৈরি হয়েছে তার মনন? ঠিক কী তার সংস্কৃতির অভিজ্ঞান? এক কথায় বলা মুশকিল। চল্লিশ পঞ্চাশ বা ষাটের দশকে সৃষ্টির জগতের যে দানবরা বাঙালি মানসে দাপিয়ে বেড়িয়েছেন, তাঁরা সবাই বাঙালিও নন। পুরোনো কলকাতার গলিঘুঁজিতে দেবব্রত বিশ্বাস বা ঋত্বিক ঘটক, যতটা স্বছন্দ ছিলেন সলিল চৌধুরি কিংবা হেমন্ত মুখোপাধ্যায় ডিলান এবং বিটলরাও প্রায় ততটাই। করতলগত আমলকির মতোই অনায়াসে এই বিরাটাকৃতি আইকনদের মুঠোয় ধরেছেন লেখক, তারপর নির্দ্বিধায় পুরে ফেলেছেন দুই মলাটের মধ্যে। এক এক করে নিয়ে গেছেন দেবব্রত কিংবা ঋত্বিকের অন্তরঙ্গ বৈঠকখানায়, সলিল কিংবা হেমন্তর রন্ধনশালায়। বাঙালি মননের মানচিত্রের সন্ধানে যে পাঠক, তাঁর কাছে এই বই অবশ্যপাঠ্য।