Description
রূপশ্রী, সবুজসাথী, আনন্দধারা, লক্ষ্মীশ্রী। যেন সিরিয়ালের নাম। আসলে পশ্চিমবঙ্গ সরকারের নানারকম অনুদানের প্রকল্প হলে কী হবে, তা নিয়ে যা চলছে তা মেগাসিরিয়ালের চেয়ে কম কিছু না।। ঘোষণার পর থেকে হট্টগোল, আর তর্জা। সে তর্জার একদিকে আছে, “এ তো ভিক্ষের দান”। লাইন দাও, নাম লেখাও, পয়সা পাও। ক্লাবদের পুজোর পঞ্চাশ হাজার টাকা পাইয়ে দেবার সঙ্গে তুলনা চলছে। পারলে বেল-আউটের সঙ্গেও মিলিয়ে দেওয়া হয় আর কী। আর অন্যদিকে আছে, “সরকারের কাজই মানুষের সেবা করা। অনুদান ভিক্ষে কেন হবে, ও তো জনসেবার অংশ।” যেন, জনসেবা মানেই অনুদান। আর এটাই সরকারের একমাত্র কাজ। অনুদানের ব্যাপারটা ঠিক সরলরেখায় চলেনা। তার নানা নৈতিকতা আছে। বিভিন্ন মাত্রার ঔচিত্য অনৌচিত্য আছে। সেসব নিয়েই স্বাতী ভট্টার্যের বই, অনুদানের লজ্জা। এটি আসলে একটি বক্তৃতা। লিখিত আকারে বই হয়ে বেরোচ্ছে এই প্রথম।