Description
কুমুদির গল্প এক নারীর জীবনের টুকরো গল্পের সমাহার, যার সময়সীমা গত সত্তরের দশক থেকে এই নতুন শতক। সময়টা উথালপাতাল থেকে দ্রুত পটবদলের, রঙচটা সাদাকালো খবরের কাগজ থেকে ইন্টারনেট আর ঝকঝকে কেবল টিভিতে বদলে যাবার টাইমটেবিল। কিন্তু জীবন শুধু এই ছক মেনে চলেনা। গৃহযুদ্ধ, পটপরিবর্তন, রাজনীতির পাশাপাশি পায়ে-পায়ে চলতে থাকে আরও এক জীবন। তা অনেক ধীরলয় আর আটপৌরে। কিন্তু বদল সেখানেও আসে, এসেছে। মেয়েদের সেই আটপৌরে জীবন আর তার বদলে যাবার কাহিনী ধরা আছে এই টুকরো গল্পের রসময় ছোট্টো ঝুড়িটিতে।