Description
অতঃপর, খাদ্য-আন্দোলনের বছর ছেলেটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-টেক করল। অর্থাৎ ১৯৫৯। তখন পরিপূর্ণ কংরেস জমানা, এবং কম্যুনিস্টরা সড়কে। পুলিশ তেড়ে এলে বলা হচ্ছে, ‘কমরেডস, রেজিস্ট করুন!’ — যখন, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। ধানবাদ অঞ্চলের বিখ্যাত শ্রমিক নেতা, সদ্যপ্রয়াত এ কে রায়ের জীবনী অবলম্বনে লেখা উপন্যাস ‘হিরণ্যরেতাঃ’ — অজিত রায়ের অনন্য গদ্যভাষায়।