Description
অনেকেই ভাবেন, হাম্বা কেবল বর্তমানের ডাক। কিন্তু কথাটা একেবারেই ঠিক নয়। একথা অনস্বীকার্য, যে, বর্তমানে হাম্বা সর্বত্র। রণে-বনে সংসদে ও রাজভবনে। কিন্তু অতীতেও গরু ডাকিত, তাহাকে বলে হাম্বার ভূত। ভবিষ্যতও নিঃসন্দেহেই হাম্বামুখর হতে চলেছে। আগামীর হিন্দি-হিন্দু-হিন্দিস্তানে হাম্বা কেবল শোনা যাবে পবিত্র দেবনা-গো-রি তে। অতীত থেকে ভবিষ্যতে হাম্বার এই যাত্রা অবশ্যম্ভাবি। তাই এই বইয়ে তিনটি লেখা আছে। প্রথমটি অতীতের হাম্বা। পরের দুটি বর্তমান ও ভবিষ্যতের। তিন কালকে একসূত্রে গেঁথে লেখা হয়েছে এই হাম্বায়ন। বিশ্বে প্রথমবার। আশা করা যায় এও একদিন মহাকাব্যের মর্যাদা পাবে।