Description
এই সংকলনের সাতাশটি গল্পে জীবনের বয়ে চলা – মূলত প্রান্তিক। প্রতিটি গল্পই যেন আপন মুদ্রাদোষে একলা – কোথাও নরনারীর সম্পর্কের বিচিত্র নকশা, কোথাও প্রান্তিক মানুষের অদৃশ্য শক্তিকে উপরতলার মানুষের গোপন ভয়, কখনও বা তাত্ত্বিক দ্বন্দ্ব গল্পের চেহারা নিয়েছে। কোথাও গল্প সাদামাটা শুরু হয়ে শেষে বিস্ফোরক, কোথাও বা অগ্রজ লেখকের কোনো গল্পের ছায়া চকিতে উঁকি দিয়েই একদম মিলিয়ে গেছে অনন্য ট্রিটমেন্টে। গল্পের শেষ কবিতার রূপ নেয় কোথাও, চিরন্তন সত্যি কথা আশ্চর্য সব উচ্চারণে বলা হতে থাকে বারবার, রোদ-রক্তের বাস্তব থেকে জ্যোৎস্নার মায়ায় ঢুকে পড়ে গল্পের মানবমানবী, আবার নাটকের কুশীলবের দৈনন্দিন ছাপিয়ে স্বপ্নে মঞ্চ আসে – সে নাটকেও মুশকিল আসান হয় না – মঞ্চ অদৃশ্য হয়ে ফিরে আসে ভাঙা আয়না, নায়ক নিজেকেই ভেংচি কাটে। লেখক কমলেশ পাল। এই বিশিষ্ট বর্ষীয়ান কবি প্রচার-উজ্জ্বল হ্যালোজেন বৃত্তের বাইরে মেদুর আলোবাসী। কবিতায় সমর্পিত যাপনের হাত গলে যে কটি গল্প, প্রতিটিই অনন্য। তাদের একত্রে গ্রন্থনা এই প্রথম।