Description
সিএএ আইন প্রবর্তনের পর শাহীনবাগ এবং তৎপরবর্তী যে ‘দাঙ্গা’ হয়েছিল মাত্র দুবছর আগে, ২০২০ সালে, পরবর্তী দুবছরের করোনা পরিস্থিতিতে সেকথা অনেকটাই চাপা পড়ে গেছে। অথচ ভয়াবহতার নিরিখে এই ঘটিয়ে তোলা ‘দাঙ্গা’ অন্যান্য গণহত্যাগুলির চেয়ে কম কিছু নয়। ‘দাঙ্গা’ চলাকালীন, ২৭শে ফেব্রুয়ারি, কিছু সমাজকর্মী দিল্লির কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তাঁরা দেখেন, যে, পদ্ধতি এবং প্রকরণে নির্দিষ্ট সংখ্যালঘু জনগোষ্ঠীকে আক্রমণের লক্ষ্যবস্তু করে তোলা হয়েছিল দিল্লিতে, তা ২০০২ এর গুজরাত বা ১৯৮৪ র দিল্লির ‘দাঙ্গা’র থেকে পৃথক কিছু নয়। হত্যার সংখ্যা নিঃসন্দেহে অনেক কম, কিন্তু পদ্ধতি এবং নৃশংসতা একেবারে এক। এইসব টুকরো-টুকরো রিপোর্ট, ধারাবিবরণী এবং আরও অনেক কিছু জুড়ে সোমনাথ গুহ ধরেছেন দিল্লির দাঙ্গার ইতিহাসকে। যা মাত্র দুবছর আগে ঘটলেও, মনে হয় যেন অনেক আগের কথা। সেই কারণেই এই ইতিহাস বারংবার পড়া দরকার।