Description
অজিত রায়ের গদ্যপ্রযুক্তি, প্রকাশদীপ্তি ও ব্লেডের মতন ক্ষুরধার চলিত শব্দপ্রয়োগে অভ্যস্ত পাঠকেরা তাঁকে ভালোবাসেন তাঁর একদম নিজস্ব এক চলমান গদ্যশক্তির জন্যে। অজিত রায় মানেই এক নিরন্তর অস্থবিরতা, এক শিল্পিত চলিষ্ণুতা। বাংলা স্ল্যাং নিয়ে উনি কাজ করছেন অনেকদিন। ‘বাংলা স্ল্যাং, সমুচয় ঠিকুজিকুষ্ঠি’ – বইএর ভাষা মোলায়েম বাঙলা গদ্যভাষা নয়। এ বইএর দুই মলাটের ভিতরে লেখক তুলে আনছেন বাংলা স্ল্যাং এর আগা ও গোড়া। তালিকা ও ইতিবৃত্ত। এবং অতি অবশ্যই স্ল্যাং অভিধান। অজিত রায়ের গদ্য বাংলা ভাষার বিপুল গুরু ও চণ্ডাল সূত্রের বাহক। তৎসম, স্ল্যাং আর বাংলা-বিহারের চলিত শব্দের এক অদ্ভুত সমুচয় । এই ভাষাতেই তিনি লিখেছেন স্ল্যাং এর উপাখ্যান। স্ল্যাংকে শুধু অপভাষা বা শুধু খিস্তি, এর কোনোটাই বলা যায় না, বলেছেন লেখক। তাহলে স্ল্যাং কী? বাংলা স্ল্যাং কী কী? জানতে হলে বইটি অবশ্যপাঠ্য।