Description
এক সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাইরাস। এক অদৃশ্য শত্রু। আর তার জেরেই পাল্টে গেল তামাম দুনিয়া, আমাদের দৈনন্দিন যাপন। বিশ্বব্যাপী তাণ্ডবে প্রাণ হারালেন অগণিত। রুজি গেল ততোধিকের। শত্রু ভাইরাসকে আমরা এখন একটু বেশি চিনি। কিন্তু একবার মনে করুন তো একেবারে গোড়ার দিকের কথা। একটি করে সংক্রমণের খবর আসছে আর আতঙ্কে শিউরে উঠছি আমরা। মানুষে মানুষে অবিশ্বাস। দেশে দেশে পারস্পরিক দোষারোপ, বিদ্বেষ। সন্ত্রস্ত মানুষ জীবন বাঁচাতে নিজের ঘরে সেঁদিয়ে যাচ্ছেন। জীবিকার কথা তখন গৌণ। সেই অন্ধকারময় দিনগুলোতে একমাত্র সম্বল ছিল সঠিক বিজ্ঞানভিত্তিক তথ্য। আর সেই তথ্য সরবরাহের দায়িত্ব যখন তুলে নেন এক অভিজ্ঞ চিকিৎসক-প্রাবন্ধিক, তখনই গাঁথা হতে থাকে চলমান ইতিহাসের একটি একটি করে ইঁট। আমরা জানতে পারি অতিমারীর বিজ্ঞান, তার ইতিহাস, তাকে ঘিরে রাজনীতি ও তার বিশ্বায়নের কথা।