Description
যে কয়েকটা ঘটনা সারা ভারত কেন, বিশ্বের ইতিহাসে রক্তক্ষরণ করে চলেছে কালের পর কাল ধরে, তার অন্যতম নিঃসন্দেহে হিন্দু ও মুসলমানের সম্পর্কের ইতিবৃত্ত। শুধু বাংলা এবং বাঙালির আবেগই এর সঙ্গে জড়িয়ে নেই, আটকে আছে শিকড়ের টান, বাঙালির অভিন্ন বাঙালি হয়ে ওঠার আখ্যান। সেই সময়কার দাঙ্গা শুধু সাধারণ মানুষের জীবনকেই ছিন্নভিন্ন করেনি, তার পাশাপাশি বিপন্ন হয়েছে রাজনীতি এবং মূল্যবোধও। ‘হিন্দু-মুসলমান সম্পর্ক স্বপ্নপূরণ না স্বপ্নভঙ্গের ইতিহাস’ এমন কিছু স্মৃতিকথনমূলক প্রবন্ধের সংকলন, যেখানে উঠে এসেছে দ্বিজাতিতত্ত্বের বিশ্লেষণ, ধর্মকে সামনে রেখে মানুষে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির ইতিহাস। অর্জুন গোস্বামী সম্পাদিত এই বইয়ে অমলেন্দু দে, মণিকুন্তলা সেন, হাসান আজিজুল হক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখের লেখা বইটিকে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নতুন আঙ্গিক তুলে ধরেছে। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে, সময় যত পেরোচ্ছে, ভারতের মতো ধর্ম নিরপেক্ষ দেশে হিন্দু-মুসলমান বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠছে। ফলে এতগুলো বছর পেরিয়েও এই বৃত্তান্ত এখনও যে কতটা প্রাসঙ্গিক, তা আর বলার অপেক্ষা রাখে না।