Description
অস্থায়ী খুচরো সব কাজকর্মের ওপর ভর করে বেঁচে আছে একজন মানুষ, কোথাও তার শিকড় নেই, কোথাও নিশ্চিত করে যাওয়ার নেই, তবু জীবনের স্রোতে ভেসে ভেসে আলোর কণার মতো সে নির্ভয়ে স্থান থেকে স্থানান্তরে যায়। কখনও হয়তো কাল থেকে কালান্তরেও। দুঃখের মৃত্যুনীল শরীর সে কখনও ঢেকে দেয় না। সুখের মল্লিকায়। আনন্দের স্পন্দনকেও সে অসাড় করে দেয় না জীবনের বঞ্চনা, দুঃখ, অবমাননার কথা ভেবে ভেবে। কাউকে হয়তো সে ভালোবেসেও ফেলে, অথচ তাকে নিয়ে পাকা ভিতের ওপর ঘর বাঁধে না। জীবনের উৎস, গম্ভব্য কোনো কিছুই সে বুঝতে পারেনি, বুঝতে চায়ও না। তবু এই বেঁচে থাকার নেশা তার কাটে না কখনও। নানা অভিজ্ঞতার মালতী ফুলে যেন বিনিসুতোর মালায় গাঁথা হয় এভাবেই “হাওয়ার মতন নেশার মতন”.