Description
কথায় বলে, প্রদীপের আলোয় চারপাশ আলোকিত হলেও, তার ঠিক তলায় বাসা বাঁধে গহিন অন্ধকার। তবে বাংলার তথা ভারতের কিংবদন্তি প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় একের পর এক গোল দিয়ে সে প্রবাদপ্রতিম ধারণাকে ভেঙেচুরে একসা করেছেন। স্বনামখ্যাত ফুটবলার পিকে তাই অবতীর্ণ নানা অবতারে। কখনও তিনি কড়া কোচ, কখনও মিঠে তাঁর বন্ধুতা। আর ধারাভাষ্যকার কিংবা লেখক-বিশেষজ্ঞ হিসেবে তাঁর দখল তুলনাহীন। তবে পিকে-র কাছে সবচেয়ে বেশি ঋণী ফুটবলপ্রেমীরা। যাঁদের চোখে নিরন্তর লড়াইয়ের স্বপ্ন বুনে দিয়েছেন অমল প্রদীপ। মাঠের চৌহদ্দি থেকে মানুষের মনে পৌঁছে যাওয়া পিকে-কে নিয়ে স্মৃতির নকশিকাঁথা বুনেছেন তাঁর সতীর্থরা। বাদ যাননি সমালোচক, সাংবাদিক, অনুরাগীরাও। চুনী গোস্বামী, শৈলেন মান্না, প্রসূন ব্যানার্জি, সুনীল গাভাসকার, মতি নন্দী, গৌতম ভট্টাচার্য প্রমুখ দিকপালের কলমে সে সবেরই স্মৃতিচারণ। সম্পাদনা করে মলাটবন্দি করলেন মানস চক্রবর্তী। আর এ রূপকথার ভূমিকা লিখে দিয়েছিলেন আর এক অনুরাগী, স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়।