Description
একে আখ্যানের ধারাকাহিনি হিসেবে বর্ণনা করা যেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত এটা একটা উপন্যাসই। হয়ত প্রথাগত মস্তিষ্ক একে ছাড়া ছাড়া গল্পের একত্রীকরণ হিসেবেই ভাবতে পারবে কেবল, অন্তর্নিহিত পাঠ পারঙ্গম মাথাকে বোঝাতে সক্ষম হবে এ উপন্যাসের বর্ম, মর্ম এবং ধর্ম। খোলসের পর খোলস ছাড়ালে পৌঁছনো যাবে উপন্যাসের নতুন সংজ্ঞায়, বা, তত-নতুন-নয় গাথাকল্পে।