Description
সুপ্রাচীনকাল থেকেই কবি-সাহিত্যিকের দেশ নদিয়া। পদ্য, গদ্য, নাটক সব বিভাগেই নদিয়া যে অন্য জেলার থেকে এগিয়ে তা মেনেছেন সর্বকালের বিদ্বসমাজ। এর কারণ নদিয়ার নবদ্বীপ একসময় বাংলা শিল্প-সংস্কৃতি ও বিদ্যাচর্চার প্রাণকেন্দ্র ছিল। সমীক্ষার আলোয় নদিয়ার কবিতা বাংলা কাব্য সাহিত্যের হাজার বছরের ইতিহাসের মধ্যে ৬১৯ বছরকে চর্চার মধ্যে আনার সুযোগ পেয়েছে, কারণ তার আগের কোনো ইতিহাস নেই। কৃত্তিবাস ওঝা (১৩৯৮) দিয়ে যার শুরু আর তরুণ কবি দেবাশিস সিংহ (১৯৮০) দিয়ে যার শেষ। তার মাঝে আছেন প্রাক্ স্বাধীনতা পর্বের ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, লালন ফকির, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মদনমোহন তর্কালঙ্কার, নবীনচন্দ্র সেন,দ্বিজেন্দ্রলাল রায়, কামিনী রায়, যতীন্দ্রমোহন বাগচী, মোহিতলাল মজুমদার, বিজয়লাল চট্টোপাধ্যায়, হেমচন্দ্র বাগচী, সুভাষ মুখোপাধ্যায়, মজনু মোস্তাফা প্রমুখের পূর্ণাঙ্গ আলোচনা। স্বাধীনতা পবরর্তী যে সব কবিদের মূলত একটি করে কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সুধীর চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবদাস আচার্য, জয় গোস্বামী, সুবোধ সরকার, মল্লিকা সেনগুপ্ত-সহ মোট ৪১জন প্রতিনিধিস্থানীয় কবি। আশা করি আগামীদিনের ছাত্র-ছাত্রী-গবেষকরা গ্রন্থটি থেকে বিশেষভাবে উপকৃত হবেন।