Description
[আপাত অবয়বহীনতার যে অবয়ব, তার অবয়ব বা সাযুজ্যের ভিতর যে বিমূর্ততা তা অনুভবের জগৎ। তার দিকে বারবার তাকিয়ে থাকতে থাকতে রূপ নির্মিত হয়।
এই সূত্র ধরে হিরণ মিত্রের তুলিতে ধ্বসে পড়া শহর, পুরোনো দেওয়াল, আবছা ছায়া, ভাঙা দরজা, কথোপকথন রত স্মৃতিভারাতুর দুই নারী পুরুষ রূপ নেয়
একটা ভাঙা বৃত্তের, ত্রিভুজ, চতুষ্কোণ ইত্যাদি নানা জ্যামিতিক গঠনের। হয়তো একটা হারিয়ে যাওয়া সভ্যতা কিন্তু তার অক্ষরগুলো এখনো টিকিয়ে রেখেছে তার অর্থ। তারা সারি দিয়ে কথা বলতে বলতে এগিয়ে চলেছে!
হিরণ মিত্র সেই শিল্পী, যিনি অর্থোদ্ধার না হওয়া লিপি কিংবা একটা না-থাকা আর্তনাদকে সৃষ্টি করতে পারেন।
আর আমাদের জন্য একটা অচেনা না-দেখা জগৎকে তিনি আবিষ্কার করে চলেছেন ক্লান্তিহীনভাবে। শুধু আঁকছেন না— রেখার সম্পর্ক, রঙের বোলচাল, বর্ণ-লেপনের কারুকার্য নিয়ে, দেশ-বিদেশের শিল্প ও দর্শন নিয়ে লিখে চলেছেন ছোট ছোট গদ্য। শিল্পের সঙ্গে মোকাবিলা করতে ইচ্ছুক দর্শক ও পাঠককে সেইসব গদ্য পড়তেই হবে। শিল্পের নানা দিক নিয়ে লেখা গদ্য ও শিল্প বিষয়ে তাঁর সঙ্গে হওয়া আলাপ নিয়েই এই গ্রন্থ।]