Description
ভারতীয় ও বিশ্বপ্রেক্ষিত বিবেচিত হলেও মুখ্যত বঙ্গীয় দেব-দেবীর হয়ে ওঠা, তাদের নৈবেদ্য এবং নৈবেদ্য ছাড়া পূজা অনুষঙ্গে ব্যবহৃত দ্রব্যাদির বিবরণ, যেমন বাদ্যশঙ্খ, আলপনা, চাঁদমালা ইত্যাদি, বঙ্গীয় প্রেক্ষিতে টোটেম-ট্যাবু ও বঙ্গভূমে দেবভাবনার বিবরণ আলোচিত হয়েছে এই গ্রন্থে। একটি গ্রামে পূজিত একক দেব-দেবীর আলোচনা হয়েছে টোকেন হিসেবে, এরকম দেব-দেবীর সংখ্যা অগণন, এঁদের শুমারি আজ পর্যন্ত হয়নি। জোর দেওয়া হয়েছে দু-তিনটি জেলা এবং সর্ববঙ্গীয় দেব-দেবীর প্রসঙ্গে। পুস্তকে ছাপা হয়েছে যেসব ছবি, তার কিছু ছবি গ্রন্থকারের তোলা, বেশিরভাগ ছবি তুলেছে পুত্রসম শিবশঙ্কর দাস, কয়েকটি ছবি তুলেছে বাঁকুড়া জেলার নিজ জয়পুর থানার পুত্রসম বাপী চট্টোপাধ্যায়।