Description
কর্পোরেটের হাতে তুলে দেওয়ার পূর্বাহ্ণে পঞ্চাশ দশকের শেষ দিকে আমাদের সাহিত্যে, বিশেষত কবিতায় নানা ক্রিয়া-প্রতিক্রিয়ায় যে উদ্বেজনা লক্ষ্য করা গিয়েছিল, প্রধানত সেই কবিতাগত, ঈডিয়োলজিগত ও বিক্রেয়তাগত কবিতার দ্বন্দ্বে-অন্তর্দ্বন্দ্বে। তার সবচাইতে গোচর দৃষ্টান্ত মেলে সুপ্রতিষ্ঠ অমনিবাস পত্রিকার অবিচলিত মানকের প্রতিপক্ষে নানা দৃষ্টি সংবলিত লিট্ল্ ম্যাগাজিনের অজস্রতা আর দেশব্যাপী প্রসারে। লেখকের দীর্ঘ সময়ের অগ্রন্থিত লেখা থেকে আহৃত এই বইয়ে তার ধারাবাহিক অংশচিত্রের একটা স্ক্রোল লক্ষ করা যায়।