Description
রবীন্দ্রনাথের প্রভাব বাংলা সাহিত্য জুড়ে যেমন রয়েছে, ঠিক তেমনই রবীন্দ্রনাথের প্রভাব থেকে বাংলা সাহিত্যকে মুক্ত করার প্রয়াস দৃঢ়তর।। কারণ তা তিনি যত বড়ো মাপেরই সাহিত্যকার হোক না কেন, শুধু মাত্র তাঁর ঘরানা, তাঁর ভাবনায় আটকে যাওয়া মানে আদতে একটা ভাষারই স্তব্ধ হয়ে যাওয়া। আর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েই জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, সুকান্ত ভট্টাচার্য প্রমুখের কথা তাঁরা সচেতন ভাবে বাংলা কবিতাকে স্বাবলম্বী করেছেন। তাঁদের সৃষ্টি পড়লে থমকে দাঁড়াতে হয়। ভাষা, শব্দের ভুবন, চিত্রকল্প, প্রতীকোৎসারণে তাঁরা অনন্য, অনুপম। ‘রবীন্দ্রোত্তর বাংলা কবিতার রূপকল্প’ দুই মলাটের মাঝে নিয়ে এসেছে বাংলা কবিতার এক অন্য জগতের কথা, নতুন চিত্রকল্পের কথা।