Description
রবি সেনের লেখালেখি একটা সময়ে হুলুস্থূল না হলেও সাড়া ফেলেছিল। তাঁর একটি উপন্যাস বাংলা ভাষার প্রথম পোস্টমডার্ন উপন্যাস বলে বিজ্ঞাপিত হবার পর রবি সেন নিজে সে নিয়ে বিস্তর আপত্তি তোলায় প্রকাশক বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছিলেন। পোস্টমডার্ন উপন্যাস ও ধারা যখন বাংলা ভাষায় বিভিন্ন চর্চায় তুঙ্গে উঠেছিল, সে সময়ে নিজেকে তার থেকে সরিয়ে রেখেছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে এ নিয়ে বিস্তর প্রতর্ক-বিতর্ক সে সময়ে প্রত্যক্ষ করেছেন অনেকেই। একালের রক্তকরবী, অপর প্রমুখ পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হত সে সময়ে। রবি সেনের লেখালেখির কথা অনেকে বিভিন্ন সময়ে মনে করেন। কিন্তু তাঁর সামগ্রিক লেখাপত্রর হিসেব তেমন নেই। সে কারণেই এই আখ্যান সমগ্রের ভাবনা। এই খণ্ডে যুক্ত হল প্রথম উপন্যাস সূর্যবেড়িয়ার কড়চা। কিন্তু এই সংকলনকে প্রকাশসময়কালীনতা দিয়ে বাঁধবার পরিকল্পনা নেই। নেই বলেই এই খণ্ডের দ্বিতীয় উপন্যাস তরণ, যা প্রথম প্রকাশিত হয়েছিল অপর পত্রিকায়। এছাড়া এই খণ্ডে রইল রবি সেন-এর পাঁচটি গল্প। গল্প আর উপন্যাসকেই আমরা সংগৃহীত করছি। সে কারণেই এ সংকলনের নামে আখ্যান রয়েছে। রবি সেনের কয়েকটি প্রবন্ধ-নিবন্ধ রয়েছে। সেগুলিকে আমরা বিবেচনায় আনছি না।