Description
পিয়ালি আর মিতালি দুই বোন। মিতালি এমএ পাশ করে চাকরির পরীক্ষা দিচ্ছে আর পিয়ালি উচ্চমাধ্যমিক পাশ করে অ্যাকাউন্ট্যান্সি অনার্স নিয়ে ভর্তি হয়েছে কলেজে। এর মধ্যে পিয়ালি একটু ‘তারকাটা’ টাইপ। স্থানীয় গভঃ কনট্রাক্টর এবং যৌথভাবে একটি প্যাথলজিক্যাল ল্যাবের মালিক রমিত পিয়ালিকে ভালোবাসে। ওদের দুই পরিবারের মধ্যে আগে ভালোই সম্পর্ক ছিল। কিন্তু ওদের বাবা হঠাৎ অ্যাকসিডেন্টে মারা যাওয়ার পর দুই বোনের মা পুতুলদেবী পাড়ার অনেকের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করেছেন মনের দুঃখে। সজল এলাকায় বামপন্থী রাজনীতি করে। সে ধরে ফেলে যে রমিত পিয়ালির প্রেমে পড়েছে। কিন্তু ওদের দুজনের যাতে বিয়ে হয় সেই কথা পুতুল বৌদিকে পাড়তে গেলে পিয়ালি বলে যে তার তেমন ছেলেই পছন্দ যে এমন একটা কাজ করবে যা পৃথিবীতে আগে কেউ করে নি। এদিকে শেঠ বাটখাড়াওয়ালার বউয়ের আবার রমিতকে খুব পছন্দ। সে রমিতকে নিয়ে পালাতে চায়। ওদিকে পিয়ালিকে পছন্দ করে পদন, শেঠের পছন্দ মিতালি আর বাদল বদাই-এর বউ কমলাকে নিয়ে পালিয়ে যেতে চায়। পদন এলাকায় গাড়ি চুরির ব্যবসা করে টাকা করেছে। তার বাংলা ভাষা ভয়ানক। পদনকে সাহায্য করে বদাই, গদাই আর বাদল। সমস্যা শুরু হয় যখন বাদল তার ডাকাত দল খুলবার জন্য ব্যাঙ্কে লোন চাইতে যায়, বদাই তার চোখের ছানি ও মদ্যপ অবস্থার জন্য গাড়ি চুরি করে দিয়ে রেখে আসতে থাকে লোকাল থানায় এবং বৃদ্ধ মঙ্কু মিত্তির খুব ভোরবেলা ফুল তুলতে গিয়ে আবিষ্কার করেন যে পদনের বাগানে ফুল তুলবার জন্য একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে।