Description
আর কে নারায়ণের ছোটগল্প সংকলন মালগুডি ডেজ। খুব সহজ আর সাবলীল ভাষায় লেখা এই গল্পসংকলনটি নারায়ণের নিজস্ব লিখনশৈলী আর মানবচরিত্রের সফল চিত্রণে যে অন্তর্দৃষ্টিটি লেখকের আয়ত্তে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, তার উৎকৃষ্ট উদাহরণ। কখনও নিপাট কৌতুক, কখনও তীক্ষ্ণ ব্যঙ্গ, কখনও বিষাদ, কখনও আনন্দ… এইসব টুকরোটাকরা মানসিকতা আর অনুভবের দক্ষতায় এবং যেন খেলাচ্ছলেই এক বর্ণময় ক্যানভাস ভরিয়ে তুলেছেন গল্পকার। সে ক্যানভাসে ভারতবর্ষের এক অতি সাধারণ শহরতলির মানুষজনের মুখের মিছিল।