Description
ভূত— শব্দটা শুনলেই দুটি কথা মাথায় আসে। একটা অশরীরী, আরেকটা অতীত। অতীতের কোনো দেহ নেই। Past বা অতীতকে কেউ মনে রাখে, কেউ রাখতে চায় না। কিন্তু চৰ্চা চলতে থাকে নিরন্তর। যা পেরিয়ে এসেছি, আর ফেরার সম্ভাবনা নেই, তা যদি হাজির হয় চোখের সম্মুখে, তখন একটা ভয়মিশ্রিত বিস্ময় জাগে। কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। বিশ্বাস-অবিশ্বাসের এই দড়ি-টানাটানিতে অনেক গালগল্প এসে ভিড় করে; সে হাওড়া ব্রিজের নীচে আপনমনে বয়ে চলা গঙ্গাপাড়ের কোণের অন্ধকারে হোক, বা উত্তর কলকাতার পুতুলবাড়ির গা ছমছমে কোনো ঘরে, নাকি আমাদের মাথার ভিতরে! ভূতের উপস্থিতি সর্বত্র। ঘোর অবিশ্বাসীও কখনও-কখনও মজা পেয়ে যান। পুরুলিয়ার নামকরা হন্টেড স্টেশন বেগুণকোদরে শুরু হয় ভূতবিলাসী পর্যটকদের আনাগোনা। এও এক দৃষ্টান্ত বটে। ভূতের গল্প জড়ানো দেশবিদেশের নানান ভূতবাড়ির ইতিবৃত্ত নিয়ে এই বই।