Description
ঐতিহ্য বলতেই মনের ক্যানভাসে ফুটে ওঠে প্রাচীন ইতিহাসের হাতছানি, কতযুগ আগের কোন শ্রমিকের, কোন শিল্পীর গড়ে তোলা ইমারত অথবা ভাস্কর্য, যারা গল্প বলে তৎকালীন অধিপতির, সমাজ-সংস্কৃতি, জীবনেরও। আবার প্রাচীন অরণ্যে বহু যুগ ধরে বসত করা গাছপালা, প্রাণীকুল শোনাতে চায় তাদের জীবনের গল্প। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা এমন হাজারো প্রাচীন ঐতিহ্যপূর্ণ স্থল, বিশিষ্ট অরণ্যভূমি সুরক্ষার কারণে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর উদ্যোগে গুরুত্ব অনুযায়ী চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত হয়েছে হাজারের ওপর ঐতিহ্যবাহী নিদর্শন বা প্রাকৃতিক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ স্থানসমূহকে। ভারতেরও নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন অজস্র স্থাপত্য-ভাস্কর্য, বহু বৈচিত্র্যপূর্ণ অরণ্যভূমি। বিশ্ব ঐতিহ্যস্থলের সম্মান লাভে তারা কেউ আগে, কেউ পরে, কেউবা এখনও সম্ভাব্য তালিকায়। সারা পৃথিবীর এমন বিশ্বখ্যাত ঐতিহ্যে ভারতবর্ষের কোন কোন নিদর্শন রয়েছে, কেন আর কীভাবে তারা এই তালিকায় এল, কী তাদের বিশেষত্ব। সেই পরিপ্রেক্ষিতটা জানার আগ্রহ থেকেই ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিশ্ব ঐতিহ্যস্থলগুলি ঘুরে দেখা, তাদের বৈশিষ্ট্য অনুভবের, অবলোকনের যে রোমাঞ্চকর অনুভূতি তা ভাগ করে নেবার জন্যই এই প্রয়াস।
Reviews
There are no reviews yet.