Description
লোকসংস্কৃতির উপর গবেষণাধর্মী লেখালেখির সংখ্যা ক্রমশ বাড়ছে। সংখ্যাতত্ত্বের বিচারে এই বৃদ্ধিকে আপাতভাবে সদর্থক প্রচেষ্টা মনে হলেও, দেখা যাবে এসব ‘গবেষণা’ অনেক সময়েই উপরিতলের সীমাতেই ঘোরাফেরা করে। শুধুমাত্র পুরোনো বইপত্র, সাময়িক পত্রের নির্ভরশীলতায় গড়ে ওঠা সেই সব গবেষণাধর্মী কাজে প্রাণের স্পন্দন, লোক-সংস্কৃতির শিকড়ের সন্ধান অনেক সময়েই পাওয়া যায় না। লোকসংগীতের সুপ্রাচীন ধারা ‘ঝুমুর’ নিয়ে পবিত্র ভট্টাচার্যের গবেষণাধর্মী ‘বৃহত্তর মানভূমের ঝুমুর’ বইটিকে কিন্তু অবশ্যই একটি ব্যতিক্রমী প্রয়াস হিসেবে গ্রাহ্য করা যাবে অনায়াসে। প্রাচীন টাঁড় ঝুমুর, দাঁড় ঝুমুর ও ভাদেরিয়া ঝুমুরের মধ্যে এবং সেইসঙ্গে সুর রচনাকারগণের জীবনের প্রতি সামান্যতম আলোকপাত করা হয়েছে বিভিন্ন গ্রন্থে, কিন্তু জীবনের উত্থানপতনের কাহিনি, তাদের গান রচনা, দর্শন, সাহিত্য এবং সমাজচিত্ৰণ সেই ক্ষেত্রে সামান্যতম। এই অভাব মেটানোর আন্তরিক প্রত্যাশা রয়েছে ‘বৃহত্তর মানভূমের ঝুমুর’ গ্রন্থটিতে। ঝুমুরের উৎসমুখ খুঁজে দেখলে দেখা যাবে, এই সংগীতধারা বাউলগানের থেকেও অনেক প্রচীন। মানুষের কৃষিকাজ ও পশুপালন-যুগেই সৃষ্ট হয় ঝুমুর। লোকসংস্কৃতির অন্যতম ধারা ঝুমুরের বিবর্তন ও তার ইতিহাস বিশ্লেষণের পাশাপাশি সমকালের নিরিখে রসিক বা ঝুমুর রচয়িতাদের লৌকিক গবেষক-রূপটিকে তুলে ধরার জন্য অত্যন্ত দক্ষতা ও যত্নে তথ্য সংগ্রহ করেছেন লেখক। লোকসংস্কৃতির গবেষক ও উৎসাহী পাঠকের কাছে এই গুরুত্বপূর্ণ বইটি নির্দিষ্টভাবে সংগ্রহযোগ্য হয়ে উঠবে।