Description
আখ্যান আরম্ভ হয় ৩১ জানুয়ারি, ১৯৪৮। গান্ধী খুন হওয়ার ঠিক পরের দিন। পূর্ব পাকিস্তানের নোয়াখালি জেলার ফেনী মহকুমা। মাস কয়েক আগেই মূলত নোয়াখালি সদরে ঘটে গেছে কুখ্যাত ৪৬-এর গণহত্যা। সেই আগুনের আঁচ তখন ফেনীতে না-লাগলেও আশঙ্কার কালো মেঘ সরে না আকাশ থেকে। ফেনীর মধুপুর গ্রামের তালুকদার ও ব্যবসায়ী মুরলীধর দাসের পরিবার কেবল নয়, পূর্ব পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু পরিবারের মনোজগতে আতঙ্ক ও আশঙ্কার মেঘ। নিজের দেশ-মাটিতে থাকতে হবে কেন সিঁটিয়ে? পরিচিত বাতাসে আতঙ্কে শ্বাস নিতে হবে কেন? কেন মনে হবে নিজভূমে পরবাসী? শেষপর্যন্ত থাকতে পারবেন কি তাঁরা আপন ভিটায়? বিশ্বের বৃহত্তম গণউদ্বাসনপর্বের বহুমাত্রিকতা সন্ধান করা হয়েছে এই আখ্যানে। তৎকালীন শান্তিহীন ও খণ্ডিত উপমহাদেশের রাষ্ট্রনীতি ও ব্যক্তিগত স্মৃতি মন্থন-করা এক নিরাসক্ত দলিল ‘বিয়োগপর্ব’। একরৈখিক ও ভাবাবেগসিক্ত দেশভাগ-সাহিত্যের মাঝে ব্যতিক্রমী এক আশ্চর্য তথা মর্মন্তুদ আখ্যান।