Description
রবীন্দ্রনাথ প্রবন্ধে লিখে গেছেন– ‘আমাদের দেশে পাঠক নাই, ভাবের প্রতি আন্তরিক আস্থা নাই, যাহাই চলিয়া আসিতেছে তাহাই চলিয়া যাইতেছে– কোনো কিছুতে কাহারও বাস্তবিক বেদনাবোধ নাই।’ রবীন্দ্রনাথ জোর দিয়েছেন আকারের ওপর, প্রকাশের ভিন্নতার ওপর, ইংরেজি সাহিত্যের সঙ্গে তুলনার অসঙ্গতির ওপর এবং পাঠকের অভাবের ওপর। এই আপাত বৈপরীত্য যে সত্যিই বৈপরীত্য নয়, আর রবীন্দ্রনাথ সেই সব বৈপরীত্য-সহই তাঁর কথা যে বলেছেন– এটা পাঠক বুঝে নিতে পারেন। রবীন্দ্রনাথের কথন ও কাহিনি ধরেই বিপরীতের বাস্তবকে নির্মাণ করলেন দেবেশ রায়।