Description
ভারতের অপসৃয়মান অরণ্যের কথা, শব্দ, গাথা, গান, স্বপ্ন, ঠিকানা যদি কখনও ফিরে পেতে ইচ্ছে করে, তা হলে বসতে হবে ‘প্রিয় ফরেস্টার’-এর ছায়ার তলায়। দলমা, সারান্ডা, সিমলিপাল, চাইবাসার অপূর্ব যাত্রাপথ জুড়ে এধার থেকে ওধারে ছড়িয়ে আছে লতা, গুল্ম, বৃক্ষ, শাখা, ফুল, বৃন্তের দল। আর জীর্ণ পাতা কুড়িয়ে নেওয়ার মতো সংগ্রহ করেছেন সেই সব বৃক্ষমুহূর্ত। পলে, অনুপলে জমে বৃক্ষময় হয়ে উঠেছে সেই ফরেস্টারের কথা। কারণ এই ফরেস্টার শুধু কমল চক্রবর্তী একা নন। ফরেস্টার লুকিয়ে আছে আমাদের সকলের মধ্যেই। শিকড় রয়েছেই। দরকার শুধু জলসিঞ্চনের।