Description
ফুটপাথ বদলে যাওয়া মধ্যরাত অথবা রাত বারোটার কলকাতা শাসন-করা যুবকেরাই যে আগামীর বাংলা সাহিত্যের মেইন রোডকে নিয়ন্ত্রণ করবে, আজ এতগুলি বছর পেরিয়ে দ্বিধাহীনভাবেই এই সত্যটাকে মেনে নিতে পাঠকের ভালো লাগে। মধ্যরাতের কলকাতা শাসন-করা সেই যুবকেরা এবং তাঁদের ‘কৃত্তিবাস’ পত্রিকাটিকে কেন্দ্র করে মেতে-ওঠা কবিতাপাগল প্রজন্মের নানা কাহিনি/গল্পগাছা মিথ হয়ে আছে। প্রথাগত চিরন্তন ধারাকে অস্বীকার করে নতুন কাব্যধারা অন্বেষণের জন্য যে-উন্মাদনায় তাঁরা মেতেছিলেন বাংলা কবিতার ইতিহাসে সেটি একটি আগ্নেয় স্বর্ণময় অধ্যায়। সাহিত্য তথা কবিতা এবং ব্যক্তিগত জীবনযাপন কোনো কিছুই আর ব্যক্তিগতমাত্র রইল না, হয়ে উঠল সহযাত্রার অংশ। ‘কৃত্তিবাস’ পত্রিকাকে কেন্দ্র করে করে গড়ে-ওঠা অনিবার্য এই কয়েকজনের, ভবিষ্যতের বিখ্যাতদের, ওই একজন গদ্যকার (সন্দীপন) ও চারজন কবির (সুনীল-শক্তি-শরৎ ও উৎপল) ভিন্নধারার সাহিত্য-প্রবণতাকে অন্বেষণ করেছেন এই ‘পাঁচ কৃত্তিবাসী’ বইটির লেখক রাজীব সিংহ। অনুজ কবির পাঠ-প্রতিক্রিয়া চিহ্নিত করেছে অপ্রতিরোধ্য সেই কাব্যোন্মাদনার স্থানাঙ্কবিন্দু।