Description
গুরুচণ্ডালী একটা গুরুতর কাণ্ড ঘটাতে পেরেছে। বেশি নাম শোনা, কম নাম শোনা, বা নাম না শোনা গল্পকারদের ৮৫টি গল্প, দুই খণ্ডে গ্রন্থিত করেছে। কোন সীমা নেই। এই বাংলা ওই বাংলা ইউরোপ আমেরকা কানাডা যেখানে গল্প লেখার কাজ চলছে তার সুলুক সন্ধান করে অসম্ভব পরিশ্রম এবং খরচ করে এই দুরূহ কর্মটি সম্পাদন করেছেন। এই সংকলন দুটির উপরি পাওনা হচ্ছে- দুটি খণ্ডের ভূমিকা। একটি অমর মিত্রের, অপরটি যিনি লিখেছেন তিনি তার নাম জানান নি। আবাক করার মতো পুরো কাজটি দেখে আমি বিস্ময় প্রকাশ করছি। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। – স্বপ্নময় চক্রবর্তী