Description
যে তাড়না আমাদের তাড়িয়ে নিয়ে চলেছে বিপন্নতার বিস্তৃত বিস্ফারের মধ্যে দিয়ে। হৃদয়ের অবিরল অন্ধকারের মধ্যে সূর্যকে ডুবিয়ে ফেলে রেখে অন্ধকারের স্তনের ভিতর যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো অজানা অতলে তলিয়ে মিশে গিয়ে সূর্যের রৌদ্র-আক্রান্ত এই পৃথিবীর উৎসব থেকে মুক্তির আকাঙ্ক্ষায় সেই উপলব্ধির কোনও স্তর থেকে যতোটা অনুভব করে উঠতে চাই আমরা তাঁকে, জীবনানন্দকে। এই নতুন শতাব্দীতে তাঁর রচনাসমূহ যেন আরো বেশি প্রাসঙ্গিক, আরো বেশি আজকের সময়ের বলে মনে হয়। কোথায় যেন একটা ধ্বংসের কীট রয়ে গেছে আর তা ক্রমাগত ক্রিয়াশীল রয়ে গেছে মানুষের উত্তরাধিকারে। যে স্বচ্ছ দৃষ্টিভঙ্গী, জীবনের যতো কিছু আড়ম্বর-বৈভব বিষয়ে সহজাত নির্লিপ্তি অথবা যুক্তিনির্ভরতা রয়ে গেছে তাঁর রচনায়- ‘ঝরা পালক’-এর সময় পেরিয়ে কখন যেন পৌঁছে গেছেন তিনি এক ‘অদ্ভুত আঁধার’-এর সময়ে। ‘জীবনানন্দ পাঠ:ভিন্ন দৃষ্টিকোণ’ বইটিতে সংকলিত হয়েছে তাঁর সমকালীন ও পরবর্তী প্রজন্মের কিছু ভিন্ন উচ্চারণ। জীবনানন্দকে নতুন করে বুঝতে এই বই সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস।