Description
প্রথিতযশা কবি ও সাহিত্য-সমালোচক কৃষ্ণা বসু তাঁর ক্ষুরধার লেখনীর জন্য পাঠক ও সমালোচক মহলে নিজস্ব অননুকরণীয় একটি স্থান অর্জন করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় বাঙলা কথাসাহিত্যে এক ব্যতিক্রমী উজ্জ্বলতম নক্ষত্র। তাঁর সমস্ত গল্প গ্রন্থবদ্ধ ও গ্রন্থাবহির্ভূত-সবই বুদ্ধিদীপ্ত দক্ষতায় কবি-সমালোচক কৃষ্ণা বসু এই গ্রন্থে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি গল্পকে তীক্ষ্ণ পর্যবেক্ষণের সাহায্যে বিশ্লেষণ করেছেন তিনি। আজ পর্যন্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত গল্প নিয়ে এরকম সার্বিক আলোচনা বাংলা সমালোচনা-গ্রন্থের জগতে প্রকাশিত হয়নি।মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন মানব মনের গহনে, অতলে আলোকপাতে বিশ্বাসী এক লেখক। মানুষ কেন বিচিত্র, বিচিত্রতর আচরণ করে, কোন আর্থ-সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের কারণে ওইসব আচরণ সে করে, মানিক তা যথাযথ নৈপুণ্যে ধরেছেন, রূপায়িতও করেছেন তাঁর গল্পগুলিতে। এত বিচিত্র স্বাদের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় সারাজীবন লিখেছেন যে বলে শেষ করা যায় না। তাঁর ষোলটি সংকলন গ্রন্থে প্রায় দুই শতর বেশি গল্প রয়েছে। তা ছাড়াও গ্রন্থবদ্ধ নয় এমন গল্পও আছে। এ সমস্ত গল্পে মানিক মানব-আচরণের মনোবৈজ্ঞানিক কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রথমে ফ্রয়েডীয় মনোবিজ্ঞানের ব্যাখ্যা ও পরে মার্কসীয় সমাজতত্ত্বের ব্যাখ্যায় গল্পগুলিকে ঋদ্ধিমান করে তুলেছেন। মানিক বাংলা সাহিত্যের এক গৌরবময় নাম। তাঁর সব গল্পের নিপুণ এবং সর্বাত্মক, বুদ্ধিদীপ্ত আলোচনা করেছেন কবি-সমালোচক কৃষ্ণা বসু। বাঙলা সাহিত্যের পাঠক, সমালোচক, ছাত্র-ছাত্রী, গবেষক সকলের কাছেই বইটি আদরণীয় হবে বলে আমরা মনে করি।