Description
লোকসংস্কৃতি সম্পর্কিত গবেষণা কঠোরভাবে দাবি করে লোক-জীবনের সাথে গবেষকের একাত্মবোধ। ‘পাঁচালিকার ও বোলানগানের ইতিবৃত্ত’-তে তাপসকুমার বন্দ্যোপাধ্যায়ের সেই কাঙ্ক্ষিত তন্ময়তা অনুসন্ধিৎসু পাঠকের প্রত্যাশাপূরণে সফল হয়েছে নিঃসন্দেহে। এরপর-ই তাঁর কাছে আমন্ত্রণ আসে উত্তরবঙ্গ ভ্রমণের। আর সেখান থেকেই উঠে এসেছে বর্তমান গ্রন্থটি- ‘কোচ ও টোটোদের সমাজ-সংস্কৃতি’। কোচ জাতি ও টোটো উপজাতির সমাজ- সংস্কৃতির বিভিন্ন ধারার উৎস সন্ধানের পাশাপাশি লেখক এই গ্রন্থটিতে ছুঁয়ে গেছেন কামতাপুরি আন্দোলন কিংবা কোচবিহারে মুসলিম-অনুপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলি। স্বভাবতই প্রতিষ্ঠিত রাজনৈতিক ক্ষমতার বিপ্রতীপে লোকজীবনের বিপন্নতা কীভাবে ক্রমশ প্রতিরোধ থেকে বিপ্লবের পথে আত্মপ্রকাশ করে-তার ইতিহাস-নির্ভর বিবরণে। তাপসকুমার বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন প্রায় দোসরহীন এক মরমি কথাকার। আদিবাসী জীবনধারাও তাঁর অনুধ্যানের অন্যতম বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে এখানে। এমনকী লৌকিক চেতনার অনেক অনাবিষ্কৃত স্তরেও তথ্যনিষ্ঠ আলোকপাতে সমর্থ হয়েছেন তিনি। মূলত গবেষণাধর্মী এই গ্রন্থটি পাঠক-মহলে বিশেষভাবে সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস।