Description
তাঁর জীবন ভারতবর্ষের এক সময়কালের ইতিহাস। তিনি ভারতবর্ষকে প্রথম দেখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরুর চোখের আলোয়। তাঁর অন্তরাত্মায় জাগরণ ঘটেছিল ‘ডিসকভারি অব ইন্ডিয়া-অ্যান অটোবায়োগ্রাফি-গ্লিম্সেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’-র মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিন্দা-প্রশংসা দুটোতেই অবগাহন করেছেন। কিন্তু তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ভারতের রাষ্ট্রীয় একতা ও সংহতির জন্য। বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন দেশের তিনি স্রষ্টা। অসীম ক্ষমতাশালী হয়েও তাঁর অন্তরে প্রবাহিত ছিল এক গভীর বেদনার ফল্গুধারা। অন্তরে তিনি ছিলেন একাকী এবং নিঃসঙ্গ। শতবর্ষের আলোয় আজ তাঁকেই ফিরে দেখা। সকল বিতর্ক এবং রাজনীতির ঊর্ধ্বে এই গ্রন্থে প্রকাশিত হয়েছে এক অন্য ইন্দিরার জীবনকথা… এক অচেনা ইন্দিরার মানবিক রূপ।