Description
বিবর্তিত পৃথিবী আর বিবর্তমান জীবনের পথ ধরেই আধুনিক মানুষের আধুনিক মননের ও আধুনিক কবিতার জন্ম হয়েছে। অন্য সব আবেগ অনুভূতির মধ্যে, প্রক্ষোভ ও প্রবণতার মধ্যে এবং সেইসবের সংখ্যাতীত বিন্যাস-প্রতিবিন্যাসের মধ্যেও প্রধান হয়ে আছে মানবমনের দুটি প্রান্তীয় অনুভব— একটা তার সুখানুভূতি, অন্যটি অনুভূত বেদনা, যা মানুষকে যুগে যুগে দেশে দেশে অকারণে করেছে হরষিত অথবা বিষণ্ণ। বিশ শতকের দ্বিতীয় দশক থেকেই স্পষ্ট পরিবর্তনের কিছু দিকচিহ্ন বাংলা কবিতার দেহমনে ফুটতে শুরু করেছিল। সাবেক মূল্যবোধ আর বিশ্বাসের পৃথিবীটা গেল বদলে। এলেন জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, সমর সেন। স্বাধীনতা-উত্তর কবিতার কিছুটা দূরবর্তী কালসীমায় বাংলা কবিতার বিষণ্নতাবোধের যে লাভাস্রোতে আধুনিক মন জর্জরিত, তার ‘এপিসেন্টার’টি শনাক্ত করার প্রচেষ্টা ধরা রইল এই বইয়ে।