Description
আধুনিক জাপানি সাহিত্যের বাঁক বদলে দেওয়া গদ্যকার হারুকি মুরাকামির জন্ম ১৯৪৯ সালের ১২ জানুয়ারি, কিয়োতো শহরে। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে চালাতেন একটি কফিহাউস ও পিটারক্যাট নামে একটি জ্যাজ বার। প্রথম উপন্যাস ‘হিয়ার দা উইন্ড সিংগ’ (১৯৭৯)। তাঁর ‘নরওয়েজিয়ান উড’, ‘ডান্স ডান্স ডান্স’, ‘দ্য ওয়াইন্ড আপ বার্ড ক্রনিকল’, ‘আই কিউ ৮৪’ প্রভৃতি উপন্যাস প্রকাশমাত্র সাড়া ফেলে দেয়। লিখেছেন চারটি গল্পগ্রন্থ, খেলাধুলা ও সংগীত বিষয়ক বইও। পেয়েছেন ফ্রাঞ্চ কাফকা পুরস্কার, জেরুজালেম পুরস্কার সহ একাধিক সম্মান। ১৯৮২ সালে প্রকাশিত হারুকি মুরাকামির একটি ছোটো গল্পের বিস্তৃত রূপ এই উপন্যাস জাপানে প্রকাশ পায় ২০০৫ সালে। ইংরেজি তর্জমার প্রকাশকাল ২০১৪।