Description
শিল্প-সাহিত্যে বিষয়কে অতিক্রম করার কথা নতুন নয়। রবীন্দ্রনাথের মতো অনেকেই একথা বলেছেন। যদিও সাহিত্য সমালোচনায় এর উল্টোটাই চোখে পড়ে বেশি, সেখানে সবচেয়ে বেশি বিষয়ী লোকের ভীড়। অথচ ছবি দেখি যখন, তখন আমাদের পরিণতি বিস্ময়কর, তখন রঙ আর রেখার বিন্যাস দেখি আমরা। সুরের নিহিত অথচ গাণিতিক বিস্তারে গানের কথাকে আলোড়িত হতে দেখি। কীভাবে পাথরও প্রাণ পায়, ভাস্করের নিপুণ হাতের জ্যামিতিক বিভঙ্গে, তাও দেখি। সাহিত্যও যে তাই কথারই শিল্প আসলে, একথা ভুললে চলে না। ভুললে চলে না যে, উপন্যাসের বিষয় কী, নাটকে, কবিতায় কী বলা হয়েছে, তা শিল্পের উপকরণ মাত্র। প্রকরণই শিল্প, শিল্পের বহিরঙ্গ আয়োজনকে যা অনিবার্য করে তোলে। কোনো উপন্যাস কেন উপন্যাস, একটি নাটকের নাটকত্ব কোথায়, কথাগুলি কেন কবিতা হয়ে উঠল এমন বিবেচনাই দীক্ষিত পাঠকের মনোযোগের যোগ্য হতে পারে।