Description
বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকা ও মীনাক্ষী দত্ত-র জন্ম হয়েছিল একই তারিখে। ১৯৩৫ সালের ১ অক্টোবর। বাংলা সাহিত্যের আকাশে তখনো রবীন্দ্র সূর্যাস্তের স্বর্ণচ্ছটা। প্রেসিডেন্সি কলেজে ছাত্রী থাকাকালীন মীনাক্ষী দত্ত ‘শ্রীহর্ষ’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনা করেছেন। সম্পাদনা করেছেন ইউরোপের স্মরণীয় প্রেমের গল্প নিয়ে ‘বিদেশিনী’। ‘কবিতা’ পত্রিকার পঁচিশ বছরের ফসল সম্ভারকে তিনখণ্ডে সম্পাদনার দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়াও ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ‘কল্কি’, বরিস পাস্তারনাকের ‘ডঃ জিভাগো’, হামদি বে-র ‘বে অব বেঙ্গল’ সিরিজের সার্থক অনুবাদ করেছেন তিনি। মীনাক্ষীর পেশা শিক্ষকতা, পড়িয়েছেন দেশে ও বিদেশে।এখন নিউইয়র্কের একটি সমাজসেবী সংস্থা, গ্র্যান্ড স্ট্রিট সেট্লমেন্টে কর্মরত। নিউইয়র্ক ও কলকাতায় সময় ভাগ করে থাকেন।