Description
বনেবাদাড়ে, বোহেমিয়ান, আধখেচড়া জীবন। আর প্রাপ্তি? অরণ্য। বৃক্ষনাথের কৃপায় অথবা অমোঘ টানে, কিংবা দুইয়ের মিশেলেই কমল চক্রবর্তীর কাজ শুধু গাছ আর বৃক্ষের সেবা। বৃক্ষের সঙ্গে সহবাস। বৃক্ষের ছায়ায়, বৃক্ষের কলোনিতে এতাল-বেতাল কত গল্প। লেখকের হামা, হাঁটা ওই বনের ঝরাপাত্য, মোহছায়ায়। তাঁর শরীরে দলমার গাঢ় আঙ্গুলসম সুবর্ণরেখা স্রোতস্বিনী, তুমান ডুংরির নাচের ইশকুল। সেই সব বৃক্ষকথার রাজি নিয়ে সেজেছে ‘অরণ্য হে’।