Description
নিয়মতান্ত্রিক সফরসূচি অগ্রাহ্য করে অজানা-অচেনা অথবা স্বল্পপরিচিত কিংবা চেনা বৃত্তের পরিধির বাইরেও হতেই পারে ছকছাড়া সফর। যেখানে ঘড়ি ধরে ভ্রমণ ও প্রাতরাশ-মধ্যাহ্নভোজ বা বাজার ঘোরার সংগ্রহর অবকাশ নেই। লোককথা, ইতিহাস, অজানার অনুসন্ধান যে সফরের একমাত্র উপজীব্য। ছক ভাঙা পথে চলতে চলতে যে অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে তার কিছুটা নিয়েই গড়ে উঠেছে অন্য পথ ভিন্ন কথা।