Description
একলা নারীটি বন্ধ ফ্ল্যাটে বসে সঙ্গ চায়, মেঘের কথা ভাবে, ভাবে বৃষ্টিদিনের কথা। আর এসবের মধ্যেই পুলিশি প্রহরায় সবুজ ফসলী জমি হাতছাড়া হয়ে যায় কৃষকের। অনন্তদৈর্ঘ্যের ক্যাসেটের ফিতের মতো সমস্ত জড়িয়ে একাকার হয়ে যায় এই অদ্ভুত সময়ে, বাতাসে ভেসে বেড়ায় মৃত্যুর ঘ্রাণ, এই আশ্চর্য উপন্যাসে, নতুন কলেবরে, গুরুচণ্ডা৯ থেকে প্রকাশিত হতে চলেছে ২০২০ র বইমেলায়।