Description
শক্তি চট্টোপাধ্যায়-এর সমসাময়িক বন্ধুবান্ধব ও অনুজ কবিদের আলোচনা ও স্মৃতিচারণায় কবির সাহিত্যকৃতি ও অপ্রতিরোধ্য ব্যক্তিজীবনের নানা ঘটনা এই সংকলনটিতে সংকলিত হয়েছে। জীবদ্দশাতেই বাংলা কবিতায় মিথ হয়ে যাওয়া শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে তাঁর মৃত্যুর সাতাশ বছর পরেও বর্তমান সময়ের সাহিত্যচর্চাকারীদের আগ্রহ যে এতটুকু ফুরোয়নি, বরং উত্তরোত্তর তা বেড়েই চলেছে, তার প্রমাণ বর্তমান সংকলনটি। এই সংকলনে শক্তির কবিতা ছাড়াও তাঁর গদ্যরচনাগুলি, বিশেষত উপন্যাস, চতুর্দশপদী কবিতা ও সর্বোপরি তাঁর লেখা গানগুলি আলোচিত হয়েছে। তরুণ কবি ও গবেষকদের অবশ্য সংগ্রহযোগ্য এই সংকলনটি শক্তি চট্টোপাধ্যায়ের সাহিত্য সম্পর্কে নতুন দিগন্ত খুলে দেবে আশা করা যায়। মনন্ত-পাঠকের অপেক্ষায় রইল এই গ্রন্থ।