Description
প্রথম জীবনে রবীন্দ্রনাথ নানা প্রবন্ধে নারী সম্বন্ধে অনেকটাই পুরুষতান্ত্রিক ধারণার পুনরাবৃত্তি করেছেন এবং পরিণত বয়সে চিত্রাঙ্গদায় এসে পূর্ণমহিমায় নারীকে উপস্থাপিত করেছেন কর্মক্ষেত্রে, এমনকি যুদ্ধক্ষেত্রে। কিন্তু এ এক সরল ক্রমবিবর্তনের ইতিহাস নয়। জটিল কবিমনে বিভিন্ন সময়ে নারী সম্পর্কে বিভিন্ন ভাবনার দোলাচল। তা ছাড়া কবিতা্র কল্পলোকে নারী যে রূপে ধরা দেন, ছোটগল্পে তা নয়। আবার উপন্যাসে আমরা নারীর অন্য মুখ দেখি। কোনো সরল ধারণায় কবির নারীভাবনাকে ধরা যায় না। রবীন্দ্রসাহিত্য গভীরভাবে পড়লে দেখি যে কবির নিজস্ব বোধ থেকে ও নারীর ক্রমপরিবর্তনশীল সামাজিক ও শিক্ষাগত অবস্থান দেখে তাঁর নারী সম্বন্ধে নানা চিন্তা জাগে। তাতে অনেকটাই পুরুষতান্ত্রিক ধারণা থেকে বাইরে আসবার প্রবণতা চোখে পড়ে, চোখে পড়ে নারীর বাস্তব চেহারাটা দেখার আগ্রহ। নারীভাবনার নানা স্রোত অবিরত বইতে থাকে তাঁর মনে, আর তাই ছাপ ফেলে তাঁর লেখায়। তাঁর মনে পুরুষতন্ত্রের প্রভাব আর তার বিপরীতে নারী সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও নারী সম্বন্ধে অনেক বেশি মুক্তচিন্তার যে টানাপোড়েন সেখান থেকেই জন্ম নেয় জীবন্ত নারীচরিত্রগুলি। তাদেরই ধরতে চেয়ে এই আলোচনা।